পুনর্জীবিত হবার পর রাজশাহী এসোসিয়েশন বেশ কিছু জনহিতৈষণা মূলক কার্যক্রম গ্রহণ করে এবং সেবামূলক সামাজিক- সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অর্থ প্রদান করেছে। এর মধ্যে রয়েছে রাজশাহী হার্ট ফাউণ্ডেশনে ৩০,০০০/- টাকা এবং ‘বরেন্দ্র অঞ্চলের ইতিহাস’ গ্রন্থ প্রকাশের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারকে ২৫,০০০/- টাকা। রাজশাহী সাধারণ গ্রন্থাগারে দুষ্প্রাপ্য পুস্তক ও পত্র-পত্রিকা সংরক্ষণের উদ্দেশ্যে ১১,০০০/- টাকা। ১৯৯৮ ও ১৯৯৯ এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ রাজশাহীর প্রায় ১০০ শত কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান ও যথাক্রমে তিন হাজার, আড়াই হাজার ও ২ হাজার টাকার প্রাইজবও প্রদান, এবং পরবর্তীতে ২০০০ খ্রিস্টাব্দ থেকে অদ্যাবধি দেশের উচ্চতর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রতি বছর এক লক্ষ টাকার শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রদান করা হচ্ছে। ২৫,০০০/- টাকা বাজে খেলাধুলার মানোন্নয়নের জন্য গোল্ডকাপ প্রবর্তন, সাহিত্য ও সাংস্কৃতিতে জেলাবাসীকে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করার জন্য এসোসিয়েশনের মুখপত্র ছাখেও সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছে (সম্পাদকঃ ড. তসিকুল ইসলাম)। প্রকাশিত হয়েছে ‘রাজশাহী প্রতিভা’, ‘The City of Rajshahi প্রভৃতি গ্রন্থ। মুজিববর্ষে এখান থেকে প্রকাশিত হয় ‘The Admirable Aspects of Bangabandhu’ নামে গ্রন্থ। অধিকন্তু ঐতিহ্যবাহী সংস্কৃতিতে রক্ষা ও পৃষ্ঠপোষকতা দানের জন্য সাংস্কৃতিক সংগঠনকে অর্থ সাহায্য ও গুণীজনকে সংবর্ধনা প্রদানের ব্যবস্থা করা হয়। এসোসিয়েশনের অতি সাম্প্রতিক কার্যাবলীর মধ্যে রয়েছে ১০ লক্ষ টাকার ‘শিক্ষা ট্রাস্ট’ গঠন এবং রাজশাহী গরীব ও দুস্থ মানুষের চিকিৎসা সেবা দানের নিমিত্তে ১৫ ফেব্রুয়ারি ২০০২ তারিখে একটি ফ্রি ফ্রাইডে ক্লিনিক’ চালু।
এছাড়াও নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহে এসোসিয়েশন থেকে অনুদান প্রদান করা হয়েছে।
১। রাজশাহী মহানগরীর পশ্চিমাঞ্চলে স্থানীয় জনগণ ও জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে কোর্ট চত্বরে প্রতিষ্ঠিত শহীদ মিনার নির্মাণে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার অনুদান।
২। রাজশাহী লায়ন্স চক্ষু হাসপাতালের একটি কক্ষ নির্মাণে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অনুদান ।
৩। জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে রাজশাহী মুক্তিযোদ্ধ ফাউণ্ডেশনকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অনুদান।
৪। ঐতিহ্যবাহী রাজশাহী সাধারণ গ্রন্থাগারকে প্রতিবছর ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে অনুদান প্রদান ।
৫। রাজশাহী মহানগরীর ৩টি প্রেসক্লাবকে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা করে অনুদান প্রদান ।
৬। অবকাশ নাট্যগোষ্ঠীকে সঙ্গীতের যন্ত্রপাতি ক্রয়ের জন্য ১০,০০০/- (দশ হাজার) টাকা অনুদান প্রদান ।
৭। বিশিষ্ট শিল্পীদের চিকিৎসা সহায়তা হিসেবে অর্থ সাহায্য প্রদান করা হয়।
৮। বেশ কয়েকজন পি.এইচডি গবেষককে রাজশাহী অঞ্চল ভিত্তিক গবেষণা কর্মে সহায়তা দানের জন্য অনুদান প্রদান।