রাজশাহী সভা ‘রাজকার্য্য সমালোচনা ও জনসাধারণের হিতকরণ কার্য সাধনের নিমিত্তে ১১৭৯ সালের ৭ শ্রাবণ সাধারণ অধিবেশন হইয়া এই সভা সংস্থাপিত হয়। এই সভার বয়ঃক্রম এখন ২৮ বছরের কম নহে। রাজশাহী সভার উদ্দেশ্য অতি মহৎ। এই সভার কার্য্যবিবরণ হইতে উদ্দেশ্যগুলি নিচে উদ্ধৃত করা গেলঃ
১ “দেশীয় লোক দিগের শিক্ষার উন্নতি সাধন।“
ক) ব্যবসায়, শিল্প কাৰ্য্য ও বিজ্ঞান সম্বন্ধীয় উপদেশ এবং সাধারণ উপদেশ দিবার জন্য বিদ্যালয় স্থাপন এবং অধ্যাপক নিয়োগাদি করা, ব্যয় সংকুলানের সাহায্য প্রদান কর।”
খ) পূর্বোক্ত কোন বিদ্যায় শিক্ষার্থীদিগকে সাহায্য এবং উৎসাহ প্রদান কর।
গ) সাধারণ পুস্তকালয় স্থাপন, অথবা স্থাপন বিষয়ে সাহায্য করা কিম্বা তাহার ব্যয় সংকুলান করা।
ঘ) ভৈষজ্য উদ্যান এবং উদ্ভিদ বিদ্যার অনুশীলনার্থে উদ্যান প্রস্তুত ও চিত্রশালিকা স্থাপন করা অথবা তত্তৎ বিষয়ে সাহায্য করা।
ঙ) শিক্ষা সংক্রান্ত কার্য ও পদ্ধতির সংস্কার সাধন বিষয়ে উপায় ও পদ্ধতির উদ্ভাবন করা এবং তত্তৎ কার্যে যোগ দেওয়া।
২ “দেশীয়দিগের শিল্প, বিজ্ঞানচর্চা এবং জাতীয় সাহিত্যের উন্নতি সাধন’
ক) প্রচলিত ভাষায় দেশীয় কৃতবিদ্যদিগের দ্বারা বৈজ্ঞানিক, ঐতিহাসিক এবং সাহিত্য বিষয়ক উপদেশ প্রদান ও পুস্তক অনুবাদ বিষয়ে সহায়তা করা।
খ) ‘ভারতবর্ষের প্রাচীন বাষায় লিখিত সকলের পুনঃমুদ্রাক্ষণ এবং প্রাচীন ভাষার অনুবাদ করার বিষয়ে সাহায্য করা।
৩ ন্যায়ানুগত সাধারণত বিকাশের সহায়তা।”
ক) ‘সংবাদপত্র সম্পাদকদিগকে পত্রাদি লেখা এবং অন্য কোন প্রকার তাঁহাদিগকে সাহায্য করা।
খ) ‘রাজশাহীতে কোন সাময়িক অথবা সংবাদপত্র প্রকাশিত করা বা তন্বিযয়ে সাহায্য করা।
গ) অন্য সভা এবং অন্য সাময়িক অথবা সংবাদপত্র প্রকাশিত করা বা তদ্বিষয়ে সাহায্য করা।
ঘ) ‘অন্য সভা এবং অন্য সমাজের মতামত গ্রহণ ও প্রকাশ করা।’
৪ দেশের সমৃদ্ধির উপকরণ সমূহের বিকাশ সাধন বিষয়ে যত্ন করা।
ক) ‘তউপযোগী কোন কার্য্যে লোকের সহকারিতা বা যোগ উৎপাদন করার চেষ্টা করা।
খ) ‘বাণিয় প্রব্যের আমদানি ও রপ্তানির জন্য নতুন পথ ও নুতন উপায় অনুসন্ধান এবং তদ্বিষয়ে অভিপ্রায়, প্রকাশ করা এবং বর্তমান তাদৃশ কোন পথ ও উপায়ের উন্নতি সাধন প্রস্তাব করা।’
গ) ‘প্রদর্শনী মেলা সংস্থাপন, শিল্প ও কৃষিকার্য্য সংক্রান্ত আবিষ্কার। নৈপুণ্য, পারগতা ও কৃতিত্বের পুরস্কার দেওয়া এবং অন্য কোন প্রকারে উৎসাহ প্রদান করা।
৫ দেশের স্বাস্থ্যকারিত বর্ধন এবং সাধারণের স্বাস্থ্যের উন্নতি সাধন
ক) দেশের কোন স্থানে ঔষধ বিভ্যান, অথবা তদ্বিষয়ে আনুকূল্য করা।”
খ) “অস্বাস্থ্যজনক জলাশয়ের জল নিঃসারণ, প্রচলিত পয়ঃপ্রণালীর পুনঃসংস্কার, কদর্ঘ্য পুষ্করিণী, দত্ত ইত্যাদি পুরণ, অথবা পরিষ্কারকরণ, জঙ্গল কর্তন এবং স্বাস্থ্যকর পেয় জল আনয়ন সম্বন্ধে অনুসন্ধান ও উপায় নির্দেশ করা ও অন্য কোন তদ্বিষয়ে সাহায্য করা।”
গ) দাতব্য চিকিৎসালয়, হাসপাতাল এবং ঔষধের দোকান সংস্থাপনের উপায় নির্দেশ অথবা তৎসমুদায় সংস্থাপনের উদ্যোগ করা।
ঘ) ‘গভর্মেন্ট সাধারণ স্বাস্থ্য বর্ধনের জন্য যে সকল কার্য করেন, তাহার উন্নতির উপায় ব্যক্ত করা, অথবা তাদৃশ কার্যে লোকের রুচি সম্মানের চেষ্টা করা।
৬ “দুর্ভিক্ষ, ঝড়, জলপ্লাবন বা তাদৃশ অন্য কোন দৈব দুর্ঘটনায় পীড়িত স্থানীয় লোকের কষ্টমোচন করা ও তদ্বিষয়ে। সাহায্য করা।”
ক) ‘আর্থিক সাহায্য প্রদানে অন্নকষ্ট মোচনের জন্য কোন কার্যের অনুষ্ঠান অথবা তত্তৎ বিষয়ে সাহায্য প্রদান করা।”
৭ ভ্রমণ ও গমনাগমনের উপায় বিদান এবং তদ্বিষয়ে সুবিধা করার উপায় নির্দেশ করা।
ক) ‘রাস্তা, সেতু এবং জলপথ ইত্যাদি সম্বন্ধে অনুসন্ধান ও উপায় উদ্ভাবন করা।
খ) কোন স্থানে নতুন টেলিগ্রাফ অথবা ডাকঘর খোলার অথবা সরাই ইত্যাদি সংস্থাপনের উপায় নির্দেশ করা।’
৮। “সামাজিক উন্নতি সাধনের জন্য সহায়তা করা।
ক) ‘দেশীয়দিগের স্বাস্থ্য ও শারীরিক উন্নতির বাধা দূরীকরণের উপায় নির্দেশ করা।
খ) ‘যে সকল কারণ দ্বারা জাতীয় মূলধন বৃদ্ধি হইতে পারে, তাহার উত্তেজক উপায় অবলম্বন করা।
গ) বিভিন্ন শ্রেণির মধ্যে অসম্ভাব এবং বিদ্বেষ নির্ধারণের উপায় উদ্ভাবন করা।
৯“ব্যবস্থাপক সভার কি কোন রাজকর্মচারীর কি গভর্মেন্টের অন্য কার্যকারকের কোন কার্য ও বিধি সম্বন্ধে দেশীয়দিগের মনের বাব ও তাহাদিগের অভাব রাজসমীপে, ব্যবস্থাপক সভায় বা কোন রাজকর্মচারীর নিকট কিম্বা কোন সমাজ কি সভার নিকট এবং গভর্মেন্টের কার্য ও বিচার সম্বন্ধীয় কর্মচারীগণের নিকট প্রতিনিধি স্বরূপ জ্ঞাপন করা।
ক) “মেমোরিয়াল আবেদনপত্র, প্রার্থনাপত্র ও সাধারণপত্র দ্বারা দেশীয়দিগের ভাব প্রকাশ করা।
খ) ‘অভিনন্দন পত্র প্রদান এবং সভার কার্যকারক ও সভাদিগের প্রতিনিধিরূপে জ্ঞাপন, বাচনিক সংবাদ প্রেরণ করা।
১০ দেশীয়দিগের অর্থনাশ ও কলহ নিবারণের উপায় অবলম্বন করা অথবা তদ্বিষয়ে যোগ দেওয়া।
ক) শালিসী বিচারালয় স্থাপন এবং স্থাপন বিসয়ে সহায়তা করা।’
খ) ‘উয়ত পক্ষে প্রার্থনা মত কোন বিচার মীমাংসার জন্য শালিস নিযুক্ত করা ও তৎসম্বন্ধীয় অন্যান্য আবশ্যকীয় উপায় অবলম্বন করা। “