রাজশাহী অ্যাসোসিয়েশন একটি জনকল্যাণমূলক সংগঠন। প্রতিষ্ঠাকাল ২১ জুলাই ১৮৭২। এর প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি দিঘাপতিয়ার রাজা প্রমথনাথ রায়বাহাদুর এবং প্রথম সেক্রেটারি করচমাড়িয়ার জমিদার ও ঐতিহাসিক স্যার যদুনাথ সরকারের পিতা রাজকুমার সরকার। রাজশাহী অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ কর্মকান্ডের মধ্যে উল্লেখযোগ্য রাজশাহী কলেজকে ডিগ্রি কলেজে উন্নীতকরণ, পি.এন বোর্ডিং স্থাপন, গরিব ছাত্র-ছাত্রীদের সাহায্যার্থে ‘মেমোরিয়াল ফান্ড’ গঠন, রাজশাহী-দিঘাপতিয়া রাস্তার সংস্কার সাধন, ‘রাজশাহী এগ্রিকালচারাল ফার্ম’ স্থাপন, ‘রাজশাহী সমাজসেবক সংঘ’-কে আর্থিক সাহায্য প্রদান, ‘রাজশাহী টাউন হল’ স্থাপন, বরেন্দ্র গবেষণা জাদুঘর স্থাপনে সহযোগিতা প্রদান, ‘বসন্তকুমার এগ্রিকালচারাল ইনস্টিটিউট’ (১৯৩৬) স্থাপনে ভূমিকা পালন, রাজশাহী শহরে বিশুদ্ধ পানির সরবরাহের লক্ষ্যে পানির কল স্থাপনের বন্দোবস্তকরণ (১৯৩৭) প্রভৃতি। সাহিত্য-সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও রাজশাহী অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ‘রাজশাহী অ্যাসোসিয়েশন’-এর এক সাহিত্যসভায় রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘শিক্ষার হেরফের’ শীর্ষক প্রবন্ধটি পাঠ করেন (১২ নভেম্বর ১৮৯২)। ২৩ জুলাই ১৯৯৮ ‘রাজা প্রমদানাথ টাউন হলে’ রাজশাহী অ্যাসোসিয়েশন-এর ১২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।